স্মার্টফোনের বাজারে এখন নানা ব্র্যান্ডের চমক দেওয়া ফোন পাবেন। সব ফোন কি আর ক্রেতাদের আকর্ষণ করতে পারে? চলতি বছরের প্রথম তিন মাসে কয়েকটি মডেলের স্মার্টফোন ক্রেতাদের খুব টেনেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ছয়টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের নাম আইফোন এক্স। গত বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৮ ও ৮ প্লাসের সঙ্গে আইফোন এক্স উন্মুক্ত করে অ্যাপল। বাজারে এ ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বিক্রি হওয়া সেরা পাঁচ ফোনের চারটিই অ্যাপলের তৈরি। অন্যটি শাওমির রেডমি ৫ এ।
(দুরন্ত নিউজ রিপোর্টার)