নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদ ঘিরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। মঙ্গলবার মুবি বোর শহরে এই হামলার ঘটনা ঘটে।
আদা মাওয়া রাজ্যের পুলিশ কমিশনার আবদুল্লাহ ইরিমা বলেন, বেলা একটার দিকে একজন আত্মঘাতী বোমারু মসজিদ ও এর চারপাশে হামলা চালায়। দ্বিতীয় বোমারু মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ডিভাইস বিস্ফোরণ ঘটনায়। এতে ২০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের এলাকা হিসেবে পরিচিত মুবি বোর শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে জন সম্মুখে প্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই জঙ্গিগোষ্ঠী গত বৃহস্পতিবার বর্নো রাজ্যের পাশে মাইদুগুরিতে হামলা চালালে চারজন নিহত হন।
হামলাকারী দুজন বোকো হারামের সদস্য বলে মনে করা হচ্ছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে একই শহরে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হন।