ঢাকাউত্তর সিটি করপোরেশনের তুরাগ থানাধীন ৫৪ ওয়ার্ডের কামারপাড়া এলাকায় কবরস্থান রোডে আরো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি পেশায় একজন শিক্ষক। এ নিয়ে ৫৪ নম্বর ওয়ার্ডে দুইজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আশায় নিজ সচেতনতায় এই শিক্ষক হোম আইসোলেশনে অবস্থান নিয়েছেন। তুরাগ থানা পুলিশ এর এস আই জাহিদ এর টহলরত টীমের সহায়তায় ও ৫৪ ওয়ার্ডের স্বেচ্ছাসেবক টীম প্রধান আব্দুর রব এর নেতৃত্বে কামারপাড়া ও কালিয়ারটেক এর সেচ্ছাসেবীরা এলাকা ও দুপাশের রাস্তা লকডাউন সহ সেচ্ছাসেবী চ্যানেল টুয়েন্টি ওয়ান বিডির সম্পাদক সাংবাদিক নাদিরা দিলরুবা বাড়িটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করেছেন বলে জানা গেছে।

এর আগে তুরাগ থানার রাজাবাড়ী রেইনবো স্কুলের পাশে করোনা আক্রান্ত হন একজন চিকিৎসক। তিনি নিজ বাড়ীতে অাইসোলেশনে আছেন।বাড়ী সহ ঐ এলাকা লকডাউন করা হয়েছে।