ঢাকা– রাজধানীর উত্তরায় আইচি হাসপাতালে সোমবার থেকে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের অপারেশন কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
রবিবার দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভুত টিম লিডার প্রফেসর ডা. কাহিদ আজিজ (ডিএমডি), (ইউএসএ), আইচি হাসপাতালের ফাউন্ডার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন,ম্যানেজিং ডিরেক্টর উলফাদ জাহান মুন, হাসপাতালের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়ালি আল কাদের শুভ, বিদেশী চিকিৎসক ক্রিস্টিনা রোজারিও, (ইউএসএ) ডা. জোনে মার জেনা, সহযোগী অধ্যাপক (ইউএসএ), ডা.ইয়াং ওয়ালেস, ডা. ইয়াং মাদার সান ও ডা. রুুহুল আমিন টিটুসহ প্রমুখ।
‘সুন্দর হাসি বদলে দেয় পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে এই চিকিৎসা কার্যক্রমের শুরু করছে ইসমাইল বাংলা লিমিটেড।