বিবিসির খবরে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান বিজয়ী হয়েছে। ২২২টি আসনের মধ্যে তারা পেয়েছে ১১৫টি আসন। সরকার গঠনের জন্য নিয়ম অনুযায়ী ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল ।
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই নির্বাচনের মাধ্যমে প্রায় ৬০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বারিসান ন্যাসিওনাল জোটকে পরাজিত করলেন ৯২ বছর বয়সী মাহাথির।জয়ের পর মাহাথির সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা আইনের শাসন পুনঃস্থাপন করতে চাই।’
দুরন্ত নিউজ রিপোর্টার